মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভবিষ্যতে কেউ যেন মসজিদের ক্ষতি করতে না পারে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামের প্রচার-প্রসারে সব সময়ই কাজ করেছে আওয়ামী লীগ সরকার। ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। এইসব সামাজিক ব্যাধি নির্মূলে মডেল মধ্যে মসজিদগুলো বড় ভুমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেন, সারাদেশের মডেল মসজিদগুলো ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। যেন ভবিষ্যতে কেউ আর এসব মসজিদের ক্ষতি করতে না পারে। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও কেউ যেন মসজিদে হাত দিতে না পারে।

রোববার (৩০ জুলাই) গণভবন থেকে বিভিন্ন জেলায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে মসজিদের ইমাম ও অভিভাবকরা বড় ভূমিকা রাখতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, আবারও আন্দোলনের নামে বিএনপি অগ্নিসন্ত্রাসের রূপ দেখাতে শুরু করেছে। কেউ যেন দেশের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫ম ধাপে আরো ৫০ টি মসজিদ উদ্বোাধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে চার ধাপে ২০০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। এইসব মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওযু ও নামাজের জন্য রয়েছে আলাদা জায়গা। পাশাপাশি হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থাসহ রয়েছে আধুনিক নানা সুবিধা।

আই. কে. জে/ 

প্রধানমন্ত্রী মডেল মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250